আকাশ দাশ সৈকত:শুক্রবার প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুলিয়রের ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার হয়েছে।
ইঞ্জুরি যেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের নিত্যসঙ্গী। সেই ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে বারবার। ২০১৭ মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে নাম লেখানোর পর এখন পর্যন্ত প্রায় শত খানের ম্যাচে দলের বাইরে থাকতে হয়েছে এই সুপারস্টারকে। সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিঁলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালির পুরোনো ক্ষতের স্থানে আবারও আঘাত পান ব্রাজিলিয়ান তারকা। বড় ধরনের ক্ষতি এড়াতে লিগামেন্টে অস্ত্রোপচার করতে হবে বলে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল।
শুক্রবার (১০ মার্চ) সকালে দোহার এসপেতার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। বিষয়টি নিশ্চিত এক বিবৃতিতে পিএসজি জানায়, ব্রাজিলিয়ান সুপারস্টারের অস্ত্রোপচার সফল হয়েছে। দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি’হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার হয়। আপাতত তিনি (নেইমার) বিশ্রামে আছেন”।
উল্লেখ্য, পিএসজির জার্সি গায়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন নেইমার। ক্লাবটির হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়েে ১৮ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬ গোল।
leave your comments