আনিসুর রহমান, রাউজান, চট্টগ্রাম : বাবা ফজলুল কাদের চৌধুরী, মা সৈয়দা সেলিমা কাদের ও ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারতের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নেমেছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। শনিবার (১০ আগস্ট) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজান আসার খবরে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের জনসাধারণ গহিরায় গিয়ে জড়ো হন। এরপর সকাল সাড়ে ৯টায় গহিরায় পৌঁছালে তাকে বরণ করে নেন রাউজানবাসী। ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন সাবেক এই সংসদ সদস্য। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, লুট করা আমাদের ধর্ম হতে পারে না। মা বোনের ইজ্জত রক্ষা করা, মানুষের সম্পদ রক্ষা করা এবং সংখ্যালঘুকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’
এসময় রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফিরোজ আহমদ, সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, নুরুল হুদা, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, কাজী আনিসুজ্জামান সোহেল, মহিউদ্দিন জীবন, ইউসুফ তালুকদার, একরাম মিয়া, রাসেল খান, মো. আলী সুমন, আব্দুল আজিজ, এমদাদ কোম্পানি, মুসা মেম্বার, মোহাম্মদ আলী, রাসেল খান, তসলিম উদ্দিন, ছোটন আজম, জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
leave your comments