মো:এনামুল হক বাবু – বাংলাদেশের বিনোদন জগতে নতুন প্রজন্মের উদীয়মান অভিনেত্রী হিসেবে নিজের জায়গা করে নিতে চান মুসফেরাত মাজরুন ইনিতা । সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর অভিনয় জগতে প্রবেশের ইচ্ছা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। মাজরুনের জন্ম ও বেড়ে ওঠা রাথুরা কালিগন্জ গাজিপুর । তার শিক্ষাজীবন কেটেছে কালিগন্জ একটি নামকরা স্কুলে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল। স্কুলের নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তাঁর অভিনয় প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন।
মাজরুন বলেন, “আমি সবসময় অভিনয়কে ভালোবেসেছি। অভিনয় আমার কাছে একটি শিল্প এবং আমি এই শিল্পে নিজের একটি পরিচিতি গড়ে তুলতে চাই।” অভিনয়ের জগতে প্রবেশ করার জন্য তিনি ইতিমধ্যে একটি অভিনয় প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। মাজরুনের প্রেরণা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। তিনি বলেন, “দীপিকা পাডুকোনের অভিনয় ও তাঁর ব্যক্তিত্ব আমাকে অনুপ্রাণিত করে। আমি তাঁর মতোই সফল হতে চাই।
” ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাজরুন জানান, “আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহী। বিশেষ করে নাটক ও সিনেমায় কাজ করতে চাই। আমার লক্ষ্য হল একটি প্রতিভাবান ও সফল অভিনেত্রী হওয়া।” মাজরুনের ব্যক্তিগত জীবনেও অভিনয় ছাড়াও বিভিন্ন শখ আছে। তিনি গান শুনতে, বই পড়তে এবং ভ্রমণ করতে পছন্দ করেন। নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে মাজরুনকে শুভকামনা জানাই এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।
Future actress 🔥