রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং অন্য এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজ গেট এলাকার এ ঘটনা ঘটে। এই ঘটনায় বিকাল ৫টার পর থেকেই চুয়েট গেট এলাকায় শিক্ষার্থীরা সড়কে ব্যারিকেড দেয় এবং বেশ কিছু বাস ক্যাম্পাসে নিয়ে যায়। এছাড়া রাত সাড়ে ৭টা থেকে সড়কে সবধরণের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন শান্ত সাহা ও অপরজন হলেন তৌফিক হোসেন। অন্যদিকে আহত শিক্ষার্থী ‘২১ ব্যাচের জাকারিয়া হিমু হাসপাতালে ভর্তি আছেন। নিহত শান্ত সাহা পুরকৌশল বিভাগের ’২০ ব্যাচের শিক্ষার্থী (আইডি-২০০১১০০)। তিনি নরসিংদীর কাজল সাহার ছেলে। অন্যদিকে তৌফিক হোসেন একই বিভাগের ’২১ ব্যাচের শিক্ষার্থী (আইডি-২১০১০০৬)। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোড এলাকার মোহাম্মদ দেলোয়ারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়েটের ওই দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন এবং কাপ্তাই সড়কের শাহ আমানত পরিবহন সংস্থার একটি বাস চট্টগ্রাম শহর থেকে রাঙ্গুনিয়ার দিকে আসার পথে মুখোমুখি এই সংঘর্ষ হয়। চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান জানান, শান্ত সাহার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং তৌফিকের লাশ এভারকেয়ার হসপিটালে আছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্ত্তী জানান, দূর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে চুয়েট শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।
leave your comments