দেশবরেণ্য ইমাম হাশেমী দরবার শরীফের বার্ষিক ওরশের তিনদিনব্যাপী আয়োজনের প্রথম দিনে দরবারের সাজ্জাদানশীন ছাদেকুর রহমান হাশেমী (মা:জি:আ:)’র সভাপতিত্বে ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি মানবিক চিকিৎসা – সমাজবিজ্ঞানী হিসেবে পরিচিত ডা. শেখ শফিউল আজমের নেতৃত্বে দিনব্যাপী ‘ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি’ সম্পন্ন হয়েছে। গত ৩ এপ্রিল’২৪ বুধবার চট্টগ্রামের বায়েজিদ থানাস্থ প্রসিদ্ধ হাশেমী দরবার শরীফ প্রাঙ্গণে উক্ত ক্যাম্প আয়োজিত হয়। উক্ত ক্যাম্পে দিনব্যাপী ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক প্রায় দেড় হাজার অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধপথ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল ল্যাব কনসালটেন্ট এস এম ইকরাম হোসাইন, পাঁচলাইশ ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক ও প্রাইমারি চিকিৎসক পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, দপ্তর সম্পাদক শফিউল আকবর, শিক্ষা বিষয়ক সম্পাদক ডা: সাফকাত আলম মিরাজ, নির্বাহী সদস্য এম রাফিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
চিকিৎসা ক্যাম্পশেষে আঞ্জুমানে আশেকে মোস্তফা (দ:) এর পরিচালনায় চট্টগ্রামব্যাপী অনুষ্ঠিত শাহ আমিন হাশেমী(রহ:) স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রায় দেড়যুগ ধরে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজমের নেতৃত্বে উক্ত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ঔষধ সহায়তা কর্মসূচি পালিত হয়ে আসছে।
leave your comments