আকাশ দাশ সৈকত/ক্রীড়া প্রতিবেদক:সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে রেলওয়ে সংস্থাকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ জয় তুলে নিলো সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা।
মঙ্গলবার চট্টগ্রামের মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টস জিতে প্রথমে রেলওয়েকে ব্যাটিংয়ে পাঠায় সীতাকুণ্ড অধিনায়ক। তবে অধিনায়ক সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ভুল করেনি বোলাররা। তাদের নিয়ন্ত্রীত বোলিংয়ে ৪০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রানে গুটিয়ে যায় রেলওয়ে। দলের পক্ষে আফফান মাহবুব। সীতাকুণ্ডের হয়ে একাই ৪ উইকেট নেন কাজী নাজিম উদ্দিন।
জবাব দিতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় সীতাকুণ্ড। তাদের বিদায়ে দলের বিপদ বাড়তে দেয়নি সৈয়দ ওয়াহিদ এবং অভি আহমেদ নোবেল। ব্যক্তিগত ৪৪ রানে অভি ফিরলেও তাহিরকে সঙ্গী করে ৩৩.১ ওভারে ৪ উইকেট হারিয়ে দলের জয় নিয়ে মাঠ ছাড়ে সৈয়দ। ৭০ বলে ৫ চার আর ২ ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন তিনি। রেলওয়ের হয়ে তানভীর শিহাব এবং মাহবুব নেন দুইটি করে উইকেট।
leave your comments