পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথম আলো রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে সুবিধা বঞ্চিত অর্ধ শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় প্রকৃত সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে বন্ধুসভার বন্ধুরা এসব উপহারসামগ্রী তুলে দেন ।
পোশাকের মধ্যে ছিল শিশুদের রঙিন জামা, প্রাপ্ত বয়ষ্কদের পাঞ্জাবী, লুুঙ্গি, শাড়ি, শার্ট, থ্রি-পিচ ও ফতুয়া।
পাঞ্জাবী উপহার পেয়ে খুশি হয়ে আবুল খায়ের (৬০) বলেন, তাঁদের কাছে সহায়তা না চাইলেও বন্ধুসভা আমাদের খোঁজ নিয়েছে। অনেক আনন্দ লাগছে ।
উপহারসামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি শিক্ষক এম মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক আজগর আলী,অর্থ সম্পাদক রবিউল মোস্তফা মুন্না,দপ্তর বিষয়ক সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াস, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহসিন কোরেশি, ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভীর হোসাইন বন্ধুসভার বন্ধু আব্দুর রহিম, এম এফ মোরশেদুর রহমান,সফুর মিয়া, মুবিন উদ্দিন, মো. সোহেল, সেতুল মির্জা, মো. নয়ন ও প্রথম আলোর প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব। বন্ধুসভার সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ বলেন, বন্ধুসভার বন্ধু ও শুভাকাঙ্খীদের আর্থিক সহযোগিতায় কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। ভবিষ্যতেও সবাইকে ভালো কাজে কাছে পাবো সেই প্রত্যাশা করি। বন্ধুসভার সভাপতি শিক্ষক এম মোরশেদ আলম বলেন, ” সারাদিন রোজা রেখে বন্ধুসভার বন্ধুরা উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে প্রকৃত সুবিধা বঞ্চিত খুঁজে কর্মসূচি সফল করেছেন। উপহার পেয়ে অনেক সুবিধা বঞ্চিতদের মুখে হাসি দেখা গেছে। আমাদের চাওয়া এটাই।”
leave your comments