আনোয়ারা প্রতিনিধি: জেসমিন আক্তার নামে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডে কর্মরত এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ( ৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ পশ্চিম পাড়ার এলাকার একটি কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানাযায়,নিহত জেসমিন আক্তার বাঁশখালী উপজেলার প্রেমাশিয়া গ্রামের বাসিন্দা। আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেডে চাকরির সুবাদে স্বামীসহ ভাড়া বাসায় থাকত।ঘটনার পর পরই নিহতের স্বামী পালিয়ে গেছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।লাশের ময়নাতদন্ত রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
leave your comments