কক্সবাজার কুতুবদিয়া উপজেলার বাবা মা হারা আতিকুর রহমান আবাম ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি মানবকল্যাণ সংস্থার পক্ষ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা উপহার পেয়েছেন।
রবিবার( ১০ মার্চ) বিকালে কুতুবদিয়া ধুরুং হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শামসুল আলম খান মুরাদের পক্ষে তার নিকট গাড়িটি হস্তান্তর করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: রাশেদ উল্লাহ।
আতিক দক্ষিণ ধুরুং মুছা সিকদার পাড়ার মৃত হাফেজ আহমদ বাবুলের পুত্র। গত বছর সে মা-বাবা দু’জনকেই হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। চায়ের দোকানে কাজ করত সে। আবাম ফাউন্ডেশন তাকে স্বাবলম্বী করতে তার পাশে দাড়ায়।
এছাড়াও এ বছর অন্তত আরো একশত অভাবগ্রস্থ মানুষকে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় সহযোগিতা করবেন বলে জানান ফাউন্ডেশনের সভাপতি শামসুল আলম খান মুরাদ।
একই দিন আবাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬০ জন বিধবা ও অন্ধের হাতে সেহরি-ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং দেশব্যাপী রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
leave your comments