আকাশ দাশ সৈকত/ক্রীড়া প্রতিবেদক:চোটের কারণে আগামী ৩-৪ মাসের জন্য মাঠে বাইরে থাকতে হবে পিএসজি এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে।
ক্যারিয়ারের শুরুতে দুর্দান্ত স্কিল আর পারফরম্যান্সে মন জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের হৃদয়। তবে শুরু থেকে যে প্রতিভা আর সামর্থ্য ছিলো নেইমার জুনিয়ররের ইঞ্জুরির যেন কেড়ে নিয়েছে তার অর্ধেকটা। আর এই ইঞ্জুরির সুযোগ নিতে ভুল করেনি তার প্রতিপক্ষরা যখনি সুযোগ পান তখনি করে বসেন আঘাত। সর্বশষে গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে ৪-৩ গোলে পিএসজির জয়ের ম্যাচে লিলের এক ফুটবলারের ট্যাকেলে গোড়ালি মচকে যায় নেইমারের। পরে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয় এবং জানানো হয় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে এই সুপারস্টারকে।
তবে এবার পিএসজির পক্ষ থেকে জানিয়েছে ঠিক কয়দিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। এক বিবৃত্তি দিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানায়, গোড়ালি মচকে যাওয়া চোটের জন্য নেইমারের অস্ত্রোপচারই করানো লাগবে এবং আগামী ৩ থেকে ৪ মাস মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।
leave your comments