আকাশ দাশ সৈকত/বিশেষ প্রতিবেদন:চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মাদ্রাসার ভবন থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের মহানগর গ্রামে অবস্থিত মহানগর অলি ফয়েজ ইসলামিয়া এতিমখানা থেকে আতিক হোসেন (১৭) নামে ওই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়। মৃত আতিক মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত অলি উল্লাহর ছেলে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে শরীর খারাপের কথা বলে আতিক মাদ্রাসা থেকে ছুটি নিয়ে মাদ্রাসার আবাসিক কক্ষে ফিরে যায়। এরপর খালার বাড়ি যাবে বলে সহপাঠীদের আধঘন্টা পর তাকে ডাকতে বলে। তবে সহপাঠীরা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে। তখন তাদের চিৎকারের পর লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এইদিকে এই বিষয়ে সীতাকুণ্ড থানার এসআই মো. মোতাব্বির হোসান জানায়, খবর পেয়ে আমরা মাদ্রাসার দ্বিতল ভবন থেকে ছাত্রের লাশ উদ্ধার করি। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। আমরা ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছি।
leave your comments