দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটি। গতকাল ৮ ফেব্রুয়ারী সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইনের সঞ্চালনায় সংস্থার মুরাদপুরস্থ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘আলোচনা সভা’ সম্পন্ন হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম, কোতোয়ালি থানা আহবায়ক জাকির হোসাইন জাকি, খবর বাংলা ২৪ এর নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার সরোয়ার চৌধুরী, নির্বাহী সদস্য মমিনুল ইসলাম রাফিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন – প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়া অঞ্চলে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় নিরঙ্কুশ ভূমিকা রেখে আসছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। প্রতিষ্ঠাকালীন নিবেদিত সকল দায়িত্বশীল ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
আলোচনা শেষে কেক কেটে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
leave your comments