আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসাধারণকে উৎসব আমেজে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে মানবাধিকার সংস্থা র্যাডিকেল ইন্টার্ন্যাশনাল।
চলমান সপ্তাহ ধরে সংস্থার কেন্দ্রীয় প্রচার সচিব আব্দুর রহিম ও তথ্য ও গবেষণা সচিব – ফরিদ রেজা লিটনের নেতৃত্বে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণের দুয়ারে দুয়ারে গিয়ে ৭ জানুয়ারি প্রতিটি কেন্দ্রকে উৎসবমুখর করে তুলতে সপরিবার উপস্থিত হয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোটদানে উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ করেন সংস্থার নেতৃবৃন্দ।
এ বিষয়ে সংস্থার প্রতিষ্ঠাতা ও মহাসচিব এস. এম. ইকরাম হোসাইন বলেন, বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে অনাকাঙ্ক্ষিত অভ্যন্তরীণ কিছু রাজনৈতিক বিষয় ও চলমান বহির্বিশ্বের কূটনৈতিক ষড়যন্ত্রের কারণে জনসাধারণ এখন ভোটকেন্দ্র বিমুখ! অথচ একটাসময় সংসদ নির্বাচন মানেই ধর্ম-বর্ণ নির্বিশেষে আবালবৃদ্ধবনিতার কাছে ছিলো একটি জাতীয় উৎসব; পরিতাপের বিষয় এই যে আজকের প্রজন্ম তা জানেনা; তাদের এই অজ্ঞতা ও বঞ্চণার দায়ভার পুরোটাই আমাদের!ভোট দেওয়া যে প্রতিটি সুনাগরিকের নাগরিক দায়িত্ব তা আমরা ভুলে যাচ্ছি, প্রজন্মকেও এই গুরুদায়িত্ব থেকে বঞ্চিত করছি!
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আমাদেরকেই আবার সেই জাতীয় উৎসব উপহার দিতে হবে আগামী প্রজন্মকে। তাই র্যাডিকেল ইন্টার্ন্যাশনাল ‘৭ জানুয়ারি সারাদিন, ব্যস্ততাকে ছুটি দিন; ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি ভোট দিন’ এই স্লোগানে অনলাইনে এবং দুয়ারে দুয়ারে গিয়ে জনসাধারণকে নাগরিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে যাবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।
leave your comments