ইলেকশন মনিটরিং ফোরামের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় ‘পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার ২৩ ডিসেম্বর’২৩ চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেরে বঙ্গবন্ধু কনফারেন্স হলে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ স্বপনের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী; এছাড়াও উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সংস্থার পরিচালক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী; ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. মোঃ আবুল হাশেম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি লায়ন এম জাফর উল্লাহ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী।
আবছার উদ্দিন অলির সঞ্চালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জনাব জাফর ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলে আমিনুল ইসলাম বাবু, এস এম আজিজ, রাসেল ভূঁইয়া, র্যাডিকেল ইন্টার্ন্যাশনালের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এস এম ইকরাম হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত পর্যবেক্ষককের প্রশিক্ষণ শেষে বক্তারা বলেন – সাধারণ মানুষের আগ্রহ ও উন্মাদনাই আভাস দিচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হতে চলেছে; কাজেই বিচ্ছিন্ন বিশৃঙ্খলাকারীরা সুবিধা করতে পারবে না। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের অধীনে মাঠে থাকবেন অর্ধশত বিদেশী পর্যবেক্ষক ও ইলেকশন মনিটরিং ফোরাম নিবন্ধিত র্যাডিকেল ইন্টার্ন্যাশনাল, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, আছিয়া ফাউন্ডেশন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনসহ অন্যান্য সদস্য সংস্থার পর্যবেক্ষক দল।
leave your comments