স্বাধীনতার ৫৩ বর্ষে পদার্পণ ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে স্বাধীনতা সংগ্রামের সুমহান ইতিহাসম্বলিত চট্টগ্রাম মেডিকেল কলেজের শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণশেষে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর।
সংস্থার মুরাদপুরস্থ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাহেদুল করিম বাপ্পীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি ডা. মহবুবুল আলম; নির্বাহী সদস্য ও কোতোয়ালি থানা আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জাকি হোসাইন জাকি, সংগঠক শফিউল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় জাতিরজনক – স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, বীরশ্রেষ্ঠ, সকল মুক্তিযোদ্ধা, গাজী ও বীরাঙ্গনাদের শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তারা বলেন – যে উদ্দেশ্যে স্বাধীনতা সংগ্রামে এদেশের তারুণ্য জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলো তা আজও পূর্ণতা পায়নি; সে স্বাধীনতা আজও ভূলুণ্ঠিত হচ্ছে! প্রকৃত ত্যাগী ও মুক্তিযোদ্ধারা আজও দেশের নানাপ্রান্তে বঞ্চিত, অবহেলিত! পক্ষান্তরে আজও সেই একাত্তরের ঘাতক দালালগোষ্ঠী ও পরবর্তীতে নানানসময়ে রাষ্ট্রদ্রোহী কর্মে চিন্তায় লিপ্ত ব্যক্তিরা রাষ্ট্রীয় নানান সুযোগসুবিধা ও ক্ষমতার স্বাদ নিচ্ছে, জনপ্রতিনিধি হচ্ছে, বিভিন্ন দলের মাধ্যমে পুনর্বাসিত হচ্ছে! যখন শোনি দেশে গেজেটভুক্ত ভূয়া মুক্তিযোদ্ধার সংখ্যাও প্রায় ৩০ হাজার – হৃদয়ে রক্তক্ষরণ হয়! অথচ বহু প্রকৃত মুক্তিযোদ্ধা আজও নানান ষড়যন্ত্রের শিকার হয়ে গেজেটভুক্ত হতে না পেরে মানবেতর জীবনযাপন করছে! তারা বলেন – প্রকৃত ত্যাগী ও মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের মাধ্যমেই প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
আলোচন শেষে মুক্তিযুদ্ধের মহান শহীদদের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
leave your comments