সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও অবিসংবাদী জননেতা চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করে মানবাধিকার সংস্থা র্যাডিকেল ইন্টার্ন্যাশনাল। সংস্থার মুরাদপুরস্থ চট্টগ্রাম কার্যালয়ে সংস্থার উপদেষ্টা ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মহাসচিব বায়োমেডিকেল ও ল্যাব কনসালটেন্ট এস এম ইকরাম হোসাইনের সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমীর খাজা গরীবে নেওয়াজ (রহ:) এর দরবার শরীফের প্রধান খাদেম পীর হযরত সৈয়দ বশিরউদ্দিন চিশতি (মা:জি:আ)।
স্মরণসভায় মহিউদ্দিন চৌধুরীর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও অনুজ ডা. শেখ শফিউল আজম নানান স্মৃতিচারণ করে বলেন – মহিউদ্দিন চৌধুরী তার কর্ম, চট্টগ্রাম ও এ অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসা ও মমত্ববোধের জন্যই চির অম্লান হয়ে থাকবেন। চট্টগ্রাম ও মহিউদ্দিন চৌধুরী দুটো নাম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত; তিনি চট্টগ্রামের ট্রেডমার্ক। ইতিহাসের পাতায় যতোদিন চট্টগ্রাম টিকে থাকবে ততোদিন এই নাম উচ্চারিত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাইমারি চিকিৎসক পরিষদের চেয়ারম্যান ও র্যাডিকেল ইন্টার্ন্যাশনালের যুগ্ম-সম্পাদক ডা. মাহবুবুল আলম; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকি হোসাইন জাকি, সদস্য আবু বক্কর সিদ্দিকসহ প্রমুক নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন পীর বশিরউদ্দিন চিশতি।
leave your comments