১৭ই নভেম্বর ২০২৩ তারিখে চট্টগ্রামের PSB একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে টিম চিটাগং ক্যাপ্টেন ওরিয়েন্টেশন ২০২৩-২৪।
প্রতিবছরের ন্যায় এই বারও দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে ক্যাপ্টেন নির্বাচিত করা হয় উক্ত ক্যাপ্টেনদের পরিচিতি , কাজ এবং ক্যারিয়ার সম্পর্কে অবগত করার জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।শুরুতে ক্যাপ্টেনদের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা গিফট দেয়া হয় এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর, সি ই ও, ডেল্টা ইমিগ্রেশন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এস এম কামরুল ইসলাম, ইয়ুথ অরগানাইজার ও আক্টিভিস্ট
ও আবদুল্লাহ আল কায়সার অপারেশন হেড, লীড বাংলাদেশ। ক্যাপ্টেনদের সেশন স্পীকার হিসাবে উপস্হিত ছিলেন
মিজানুর রহমান, হেড অব এইস আর এন্ড আডমিনিস্টেশান, হাইডেলবাগ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টীম চিটাগং এর এক্সিকিউটিভ ডিরেক্টর জামান হায়দার মিরাজ। অনুষ্ঠানের সার্বিক বিষয়গুলো দেখাশুনা করেন টীম চিটাগং এর আপারেশন হেড আবরার শাহরিয়ার আকিব ও জুনিয়র এক্সকিউটিউব টীম।
উক্ত অনুষ্ঠানে বক্তারা একজন ছাত্রের কিভাবে প্রথম থেকে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সে সম্পর্কে বক্তব্য প্রদান করেন। বক্তারা আরও আলোচনা করেন কিভাবে একজন যুবক চাকরির বাজারে অপ্রতিরোধ্য ভাবে টিকতে পারবে এবং কিভাবে সে নিজেকে স্কিলসফুল করবে।
উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের পূর্ব অভিজ্ঞতাগুলা শেয়ার করেন ক্যাপ্টেনদের মাঝে এবং ক্যাপ্টেনদের সাফল্য সমৃদ্ধি কামনা করেন।
leave your comments