আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষায় বিচ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইশতিয়াক ইমন।
বুধবার (১ মার্চ ) দুপুরে ইউএনওর নেতৃত্বে এই পরিষ্কার অভিযান কার্যক্রম শুরু হয়। পর্যটকদের আগ্রহ বাড়াতে এবং সৈকতের সৌন্দর্য রক্ষায় উপজেলা বীচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এই পরিষ্কার অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পারকি বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রমজান আলী, বারশত ইউপি চেয়ারম্যান ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ্, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ও ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ।
ইউএনও এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মো. ইশতিয়াক ইমন বলেন, পারকি সুমদ্র সৈকতে পর্যটকদের হয়রানী বন্ধ ও পরিস্কার পরিচ্ছন্নতা রাখা সকলের দায়িত্ব। পারকি সৈকতকে অত্যাধুনিক পর্যটক স্পট বানাতে নির্মাণ করা হচ্ছে আধুনিক পর্যটন কমপ্লেক্স। কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে সাজবে পারকি। নেওয়া হবে পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প।
leave your comments