আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা জিমনেসিয়ামে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর,সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, কৃষি কর্মকর্তা রমজান আলী, নির্বাচনী কর্মকর্তা আবু সালেহ , চেয়ারম্যানদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, এমএ কাইয়ুম শাহ, হিসাব রক্ষক আরিফুজ্জামান প্রমুখ।
টুর্ণামেন্টে ১১টি ইউনিয়ন ও উপজেলার পাঁচটিসহ ১৬টি দল অংশ নেন।
leave your comments