আজ ১২ নভেম্বর’২৩ রবিবার চট্টগ্রাম মহানগর সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সংস্থার মুরাদপুরস্থ কার্যালয়ে প্রয়াত অবিসংবাদিত নেতা, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
সংস্থার সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইনের সঞ্চালণায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং মা ও শিশু হাসপাতালের সাবেক শিশুরোগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রেজাউল করিম।
সভায় প্রয়াত নেতার বর্ণাঢ্য ব্যক্তি ও কর্মজীবনের নানামুখী স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আখতারুজ্জামান বাবু ছিলেন দেশবরেণ্য শিল্পপতি ও চট্টগ্রামের বাতিঘর। মহতী হৃদয়ের অধিকারী এই জননেতা সকল মানুষের বিপদে আপদে দরদী হৃদয় নিয়ে এগিয়ে আসতেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতেন; যার ব্রত ছিল মানব কল্যাণে।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল ও তাবাররুক বিতরণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, সংস্থার সহ-সভাপতি ও প্রাইমারি চিকিৎসক পরিষদের চেয়ারম্যান ডা. মাহবুবুল আলক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাফকাত আজম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম রাফিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
leave your comments