আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে মামুরখাইন গ্রামের বাসিন্দা চট্টগ্রাম বিসিএসআইআর গবেষণাগার জুনিয়র টেকনিশিয়ান মো.ফজল আহাম্মদ (৭২) এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ করেছে।সোমবার রাত ১১টা ৫৫মিনিটে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহী—রাজিউন)।মঙ্গলবার রাত ১২.৫মিনিটে হোসেন মো.এরশাদ তার ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়,মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। এদিকে শোকাহত পরিবারকে সমবেদনা জানান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।শোক বিবৃতিতে মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।আজ ২৮শে ফেব্রুয়ারী মঙ্গলবার মামুরখাইন জামে মসজিদের ময়দানে জুহুরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
leave your comments