রাঙ্গামাটি প্রতিনিধি- রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে ভাসমান এক ব্যক্তির মৃতদেহ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহরের রিজার্ভ বাজারস্থ মহসীন কলোনির পেছন থেকে লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক ক্য লাহ্ চিং মারমা। তিনি বলেন, সকালে আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন দেখতে পাইনি। যেহেতু সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানতে পেরেছি। বাকিটা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলা যাবে।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪০) রিজার্ভ বাজারের আব্দুল আলী স্কুল এন্ড কলেজ এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল মজিদের পুত্র। তাঁর আত্মীয় স্বজন লাশটি দেখে চিনতে পেরে সনাক্ত করেন। মানসিক ভারসাম্যহীন হয়ে চার দিন যাবত নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে নিহত ব্যক্তির পরিবার।
leave your comments