আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, দলের নেতাকর্মীদের অন্যায়কে আমি কখনো প্রশ্রয় দিইনি, দেব না।ভালো কাজে আমার নাম ব্যবহার করতে পারবেন, কোনো অন্যায় কাজে নয়।আমি নিজে অন্যায় করি না, সেখানে কারও অন্যায়ের দায়িত্ব আমি দেব না।দেশের শান্তির জন্য কাজ করছে সরকার, আনোয়ারার সড়ক ব্যবস্থার পাশাপাশি শিল্পায়নের ফলে বেকারত্ব দূর হবে। উন্নয়নে পাল্টে যাবে আনোয়ারার চিত্র। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কর্ণফুলী নদীর শিকলবাহা খালের মহতরপাড়া এলাকায় নির্মিত বেড়িবাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আনোয়ারা-কর্ণফুলীতে যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন এসেছে বহুগুণ। বিভিন্নস্থানে শিল্প কারখানা গড়ে উঠায় দূর হচ্ছে বেকারত্ব। বিএনপি জামাত জোট সরকারের আমলে এই মহতরপাড়া গ্রামের মানুষ ভাঙন আতংকে থাকত; যাতায়াতের জন্য ছিল না সড়ক। এখন সড়ক আর বেড়িবাঁধ নির্মাণও হয়েছে। শান্তিতে ঘুমাতে পারছে এ এলাকার মানুষ। আর এসবই সম্ভব করেছে শেখ হাসিনা সরকার।”
পরিদর্শন শেষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া পেশকার হাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং স্থানীয় মুসল্লীদের সঙ্গে কথা বলেন।
এসময় আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও চাতরীর সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
leave your comments