মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, এড.সিদ্দিক মিয়ার জীবদর্শায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও ভালো কাজগুলোর মাধ্যমে এলাকাকে আলোকিত করে গেছেন। তিনি তার কর্মগুণে আজও মানুষের মনিকৌটায় বেচেঁ আছেন। তার কাজগুলো ছদকায়ে জারিয়া হয়ে থাকবে। তার ধারাবাহিকতায় তার নাতি ডা. জুনায়েদ কবির বৈলতলী এলাকায় একটি হাসপাতাল করার মধ্য দিয়ে সামাজিক কর্ম জাগিয়ে রাখবেন। মানুষের জীবনে শিক্ষা অবশ্যই প্রয়োজন। বিএ, এমএ পাশ করলে তাদের চাকরি সীমিত কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কর্মের অভাব থাকে না। দক্ষ জনসম্পদ গড়ে তুলতে হবে, দক্ষতা বাড়াতে হবে, তাহলে দেশ স্বনির্ভর হবে। আমাদের দেশে শিক্ষিত বেকারের কারখানা হচ্ছে। দেশে শ্রমিকদের পারিশ্রমিক কম। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত যে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে ৭৫ পরবর্তী কোন সরকার এভাবে উন্নয়ন করতে পারেনি। নেতা কমীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো মানুষের কাছে প্রচার করতে হবে। এ উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, আ.লীগ সরকার উন্নয়ন ও কাজে বিশ্বাসী, মিথ্যায় নয়। ফেসবুক মিডিয়াতে যে মিথ্যা প্রচারিত হচ্ছে তাতে বিভ্রত না হয়ে দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি আসনে বিপুল ভোটে নৌকার প্রার্থীকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়জুক্ত করার অনুরোধ জানান।
জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করেছেন। তার পিতার স্বপ্ন দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত, অসম্প্রাদায়িক বাংলাদেশ গঠন করেছেন। এখন স্মাট বাংলাদেশ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ২৩ ফেব্রুয়ারী বৈলতলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক বৈলতলী ইউপি চেয়ারম্যান এড. ছিদ্দিক মিয়ার স্মরণ সভা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বৈলতলী ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে নুরুল আলম বাচাঁ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। স্মৃতিচারণ করেন জাপান বাংলাদেশ ফ্যান্ডশীপ হাসপাতালের পরিচালক ডা. জুনায়েদ কবির, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান এস এম সায়েম। নাজিম উদ্দীন ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেযারম্যান মো. ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, জেলা পরিষদ সদস্য মো. আলমগীর, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মো. সায়েক, এ এসপি সার্কেল কামরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল আলম, হাফেজ এমদাদুল্লাহ, উপজেলা যুবলীগের আহবায়ক ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলম, এস এম মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, ইয়াছিন আরাফাত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান প্রমুখ।
leave your comments