আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: খুলছে বঙ্গবন্ধু টানেলের নতুন স্বপ্ন দুয়ার, টানেলকে ঘিরে পুরো চট্টগ্রাম জুড়ে বয়ছে উৎসবের আমেজ। ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই মেতেছে টানেল উৎসবে। বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের মাসখানেক আগে থেকে চট্টগ্রামের আনোয়ারায় চলছে সাজসজ্জার কাজ। নেতাকর্মীরা ব্যানার পোস্টারে মেতেছে শুভেচ্ছা প্রতিযোগিতায়। এসবের মাঝে নজর কেড়েছে আনিসুজ্জামান চৌধুরী রণির একান্ত সচিব ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদের। প্রজন্ম থেকে প্রজন্ম ও বীর চট্টলার বাবু ভাই আমরা তোমায় ভুলি নাই ব্যনারগুলো দেখার মত।
কালাবিবির দিঘির মোড় থেকে সমাবেশস্থলের আশেপাশে গিয়ে মুরাদের শুভেচ্ছাবার্তা সম্মিলিত দৈত্য আকারের ব্যানার চোখে পড়ছে সবার।উল্লেখ্য গত ২৮অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যানার- ফেস্টুন- তোরণে ছেয়ে গেছে গোটা আনোয়ারা উপজেলা। গুরুত্বপূর্ণস্থান গুলোকে সাজানো হয়েছে বিশেষ ভাবে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি মেগাপ্রজেক্টসহ সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরা হয়েছে ব্যানার-ফেস্টুনে।
leave your comments