আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলার পূর্ব পরিষদের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রনেতা মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এস.এম. গোফরানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা এইচ এম আবদুর রহিম, যুবনেতা মুহাম্মদ মিজান , যুবনেতা এস.এম. বোরহান উদ্দিন প্রমুখ।এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা নুরুদ্দিন কাদেরী।
অন্যদিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও স্কুলের ৫০বছর পুর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে ১৯৭৩ থেকে ২০২২ সাল পর্যন্ত পাস করা কৃতি শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হবে।
প্রস্তুতি সভায় সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন সফল করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন স্তরের নেতারা মতবিনিময় করেন। তরুণ ছাত্ররা সিনিয়রদের পরামর্শ এবং দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের মতো বিশাল আয়োজন বাস্তবায়নের জন্য সব প্রকার কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের উজাড় করে দেওয়ার ঘোষণা দেন।সব সাবেক শিক্ষার্থীদের উক্ত আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের এম নুরুল হুদা চৌধুরী আহ্বান জানান।
leave your comments