ইসরায়েলি অবৈধ দখলদার কর্তৃক ফিলিস্তিনের চরমমাত্রার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ২১ অক্টোবর’২৩, শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ‘Save humanity, Free Palestine’ স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিভাগীয় সভাপতি জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন (সিআইপি)’র সভাপতিত্বে ও আবছার উদ্দিন অলির সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শেখ সফিউল আজম। এছাড়াও বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ চৌধুরী বিপ্লব, বিভাগীয় সহ-সভাপতি লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া, ইউছুপ খান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মহানগর সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইন, সহ-সম্পাদক মূছা খানসহ বিভাগ ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ব মানবতার ধ্বজাধারীদের আসল চরিত্র আজ অসাম্প্রদায়িক চেতনার শান্তিপ্রিয় বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়ে গিয়েছে! বিশ্ব আজ দেখছে মানবতা, গণতন্ত্র বুলি আওড়িয়ে পশ্চিমাবিশ্ব আজ দখলদার ইসরায়েল কাঁধে বন্দুক রেখে কিভাবে
দানবের মতো নারকীয় হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে! ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু পর্যন্ত তাদের আগ্রাসনের হাত থেকে রক্ষা পাচ্ছেনা; নিস্তার পাচ্ছেনা উপাসনালয় এমনকি হাসপাতালে শয্যাশায়ীরাও!
তারা জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব মোড়ল সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে আশু বৈশ্বিক সংকট রোধে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান ইতিহাসের নিকৃষ্টতর এই আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান। সেই সাথে ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সংহতি জানিয়ে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করায় তারা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
leave your comments