আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: আগামী ২৮ অক্টোবর আনোয়ারা কেইপিজেড মাঠে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে গত শুক্রবার আনোয়ারা উপজেলা পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী বাবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সেলিম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি জাফর, সহসভাপতি হরিপদচক্রবর্তী, যুগ্ম সম্পাদক ফজলুল করিম বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, কার্যকরী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ আলমগীর তালুকদার, যুবলীগ নেতা সন্তোষ কুমার নন্দী, ইউ.পি সদস্য আবদুল মালেক,মো.হোসেন, ওয়ারেছ, যুবলীগ নেতা কায়ছার হামিদ, মো.সোহেল,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ সদস্য মোরশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের জনসভা সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। শেখ হাসিনার আনোয়ারা কেইপিজেড মাঠের জনসভা জনসমুদ্রে পরিনত করা হবে। জনসভাকে স্মরণকালের শ্রেষ্ঠ গনজমায়েতে পরিণত করা হবে। নেতৃবৃন্দ শেখ হাসিনার স্মরণকালের বৃহত্তর জনসভা সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
leave your comments