চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান যৌথ স্বাক্ষরে গত শনিবার এক বিজ্ঞপ্তিতে দক্ষিণ জেলা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের ৭দিনের মধ্যে বায়োডাটা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে ছাত্রসমাজ ও তরুণপ্রজন্মকে উদ্বুদ্ধ করতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত তথ্য জমা দিয়েছে মো.মোরশেদ আলম।
গত বুধবার সকালে দক্ষিণ জেলা ছাত্রলীগের পার্টি অফিসের কার্যালয়ে তার সমর্থকদের সাথে নিয়ে আনন্দ মুখর পরিবেশে তার জীবন বৃত্তান্ত জমা প্রদান করেন।
সিভি প্রদান দিয়ে এসে সকলের দোয়া চেয়ে মো.মোরশেদ আলম বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি শিক্ষা জীবনের শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম।আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে সিভি জমা দিয়েছি।আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সদস্য পদে দায়িত্ব পালন করে আসছি। যদি আমি কমিটির দায়িত্ব পাই তাহলে সাধারণ ছাত্রদের নিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করে যাবো।আমি সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী।
জানাযায়, তিনি মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচ এস সি, গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স সম্পূর্ণ করেছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৪ অক্টোবর বঙ্গবন্ধু ল’ ট্যাম্পল কলেজের ছাত্র এস এম বোরহান উদ্দিনকে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ছাত্র আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রলীগের ৫১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২০২০ সালের ৪ মে এর প্রায় তিন বছর পর ২০২০ সালের ৪ মার্চ এস এম বোরহান উদ্দিনকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক ঠিক রেখে ২৭৬ সদস্যের দক্ষিণ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
leave your comments