ম মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে উদ্যোক্তা বান্ধব এফ কমার্স প্ল্যাটফর্ম ইপি- উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর আয়োজনে বিভিন্ন জেলায় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।চট্টগ্রাম বিভাগীয় শহরে সকাল ৮ টায় ইপি – চট্টগ্রাম জেলা টিম পুষ্পস্তাবক অর্পণ করে শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইপি চট্টগ্রাম বিবাগীয় প্রধান আমেনা খানম ঝুমুর, ইপি মডারেটর আফরোজা আফরিন ববি, জেলা প্রতিনিধি বিকে শাহীদা সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন উদ্যোক্তাগণ।
এদিকে পাবনা জেলায় সকাল ৮:৪৫ মিনিটে পুষ্পস্তাবক অর্পণ করেন ইপি পাবনা জেলা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইপির পাবনা জেলার সহ প্রতিনিধি বাঁধন খান,সুমনা বেগম, ছাবিকুরনাহার সোনিয়া, তাহাছিনা ফেরদৌস সহ আরও অনেকে। সব ধরনের সহযোগিতা করেন পাবনা জেলা প্রতিনিধি ও ইপি মডারেটর আফরোজা খাতুন অধোরা।
এদিকে সকাল ৯ :০০ টায় ময়মনসিংহ বিভাগীয় শহর শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করা হয় ইপি ময়মনসিংহ জেলা হতে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ থেকে
ইপি মডারেটর ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান এ কে এম আনিসুর রহমান , জেলা প্রতিনিধি তাসনিম জান্নাত মিথি,
ইপি ময়মসিংহের উদ্যোক্তা শিরিন শেফা, কবিতা আক্তার, লাভলী রহমান ও কাঞ্চন ঘোষ সহ অনেকে।
সকাল ৮:৪৫ মিনিটে ইপি নেত্রকোনা জেলার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধি নূরজাহান আমিন, জেলা সহ প্রতিনিধি উর্মি আক্তার সহ জেলার বিভিন্ন উদ্যোক্তাগণ।মুঠোফোনে ইপির এডমিন রনি রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের এটি যদিও একটি উদ্যোক্তাবান্ধব এফ কমার্স ও ই- কমার্স প্ল্যাটফর্ম তবে সব ভালো কাজের সাথে ইপি সব সময় ছিলো, আছে এবং ভবিষ্যতে থাকবে। ভবিষ্যতে ২১ শে ফেব্রুয়ারি,২৬ মার্চ,১৬ ডিসেম্বর এসব দিবসে আমরা বিভিন্ন ধরনের সেমিনার করবো। আজকের দিনে যাদের আত্বত্যাগের জন্য আজকের বাংলা ভাষা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
leave your comments