পারভেজ সরকার- সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- ১৯ই ফেব্রুয়ারী দুপুর ১২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বগুড়া- ঢাকা মহাসড়কের খান আবাসিক হোটেলের সামনে থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজা একটি মোবাইল ফোন এবং যাতায়াতে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লা জেলার বি-বাড়িয়া সদর থানার, মোঃ সুমন মিয়া (৩৫), পিতাঃ মোঃ শাহজাহান মিয়া।আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, সিপিএসসি, সিরাজগঞ্জ, র্যাব-১২’র সিনিয়র সহকারি পুলিশ সুপার,ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডা, মোঃ এরশাদুর রহমান।
leave your comments