আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনোয়ারায় ওষখাইন দরবার শরীফের আমিন মঞ্জিলের ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার এক জশনে জুলুস র্যালি বের করা হয়েছে। ধর্মীয় পতাকা, প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বর্ণিল সাজে জুলুসের র্যালিতে অংশ নেয় ভক্ত ও নবীপ্রেমী মুসল্লিরা। র্যালিটি হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ রহঃ মাজার জিয়ারতের মধ্য দিয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফ মাঠে গিয়ে শেষ হয়।
এতে জুলুছে ছদারত করেন ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্ ছুফি পীরজাদা মৌলানা এনামুল হক শাহ্ (মাঃজঃআঃ)।এসময় পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী, পীরজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া, পীরজাদা রবিউল হোসেন রজায়ীসহ ওষখাইন দরবার শরীফের আওলাদেপাকগণ উপস্থিত ছিলেন।
জুলুস শেষে দরবার প্রাঙ্গনে মিলাদ মাহফিলে ইসলামী আলোচনা করেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শায়েখ মৌলানা মীর মোহাম্মদ মঈন উদ্দিন নুরী সিদ্দিকী ওষখাইনীরি আল কুরাইশী (মাঃজিঃআঃ),ওষখাইন শাহ আলী রজা (রঃ) আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি মৌলানা মুহাম্মদ আবুল মনছুর রেজবী(মাঃজিঃআঃ),হযরত শাহ আলী রজা (রঃ) জামে মসজিদ খতিব মৌলানা এস.কে. এম জিয়াউল হাসান আত্তারী(মাঃজিঃআঃ)।স্বাগত বক্তব্য রাখেন পীরজাদা মৌলানা ফখরুদ্দীন রাযী ওষখাইনগীরি।সার্বিক নির্দশনায় ছিলেন শাহজাদা মোহাম্মদ সরোয়ার হোসেন( মিরু মিয়া)।
মাহফিলে বক্তারা বলেন,১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হরয়ত মুহাম্মদ(সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য,সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন।
মাহফিল শেষে দেশ জাতি মুসলিম উম্মাদের শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মৌলানা খাইরুল বশর ছিদ্দিকী (ফয়ছাল) ওষখাইনগীরী।
leave your comments