আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:- যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ওষখাইন আলী নগর দরবার শরীফ এর আশেক ভক্ত মুরিদানগণের উদ্যোগে আশেকানে তাজেদারে মদিনা (দঃ) দরবারে শাহ আলী রজা (রঃ)কমিটি ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে শাহজাদা মাওলানা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রজা (মাঃজিঃআঃ) ও মোহাম্মদ মাহবুবুল আলমের যৌথ সঞ্চলনায় ওষখাইন আলী নগর দরবার শরীফের মালেক মঞ্জিলের সাজ্জাদানশীন রহনুমায়ে শরীয়ত পীরে ত্বরিকত হযরত আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন শাহ (মাঃজিঃআঃ) নেতৃত্বে শিশু-কিশোরসহ সব বয়সীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবর ধ্বনীতে, কালিমা খচিত পতাকা নিয়ে জলুছে বোয়ালখালী,পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, রাউজান থেকে হাজার হাজার আশেকে রাসূল (দঃ) জুলুসে অংশ নেন।আর তাদের কণ্ঠে ছিল নবীজীর নাম ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবার প্রতি শুভেচ্ছার শ্লোগান।
জুলুসটি হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)মাজার জিয়ারতের মধ্য দিয়ে ওষখাইন আলী নগর দরবার শরীফ হইতে আনোয়ারা ও চন্দনাইশ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওষখাইন দরবার ময়দানে জমায়েত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দরবারের আশেক ভক্তরা গুরুর পদ দান, মাগি ওদিনে কালাম পড়ে আওলাদে আলী রজার বংশধরদের পুষ্পমাল্য অর্পণ করা হয়। জুলুছে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, মেহমানে আলা ছিলেন আনোয়ারা বরুমছড়া নঈমীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মাওলানা মাহমুদুল হক নঈমী (মাঃজিঃআঃ)।বিশেষ অতিথি ছিলেন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী, শাহজাদা জসিম উদ্দিন, শাহজাদা রফিক উদ্দীন,শাহজাদা সাইমুম ইফতেখার কাজিম উদ্দীন,শাহজাদা মামুন, শাহজাদা আব্দুল আওয়াল রুবেল,শাহজাদা পারভেজ,শাহজাদা মিরু,শাহজাদা রিয়াদ,পীরজাদা আহম্মেদ রেজা ইমতিসহ আরো অনেকে।সার্বিক নির্দেশনায় ছিলেন শাহজাদা আদিব রজা।
সম্মানিত অতিথি ছিলেন চন্দনাইশ ২নং জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন,শাহজাদা আনোয়ারুল ইসলাম,আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আছহাব উদ্দিন,ওয়ারেছ আহম্মেদ চৌধুরী। কোরআন সুন্নাহ আলোকে তকরির করেন ওষখাইন শাহ্ আলী রজা রহঃ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ আবুল মনছুর রেজভী,ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ) শাহী জামে মসজিদ খতিব মাওলানা এস.কে.এম জিয়াউল হাসান আত্তারী,শায়ের মাওলানা মুহাম্মদ আলী জিন্নাহসহ আরো বহু ওলামায়ে কেরামগণ।
বক্তারা বলেন, যারা ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুস পালনে বিরোধিতা করে তারা কৃতজ্ঞ উম্মত নয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য ও প্রিয়নবীর (সা.) শাফায়াতের ভাগিদার হতে পারি। সুন্নিজনাতা স্বতঃস্ফূর্ত ভাবে জুলুছে অংশগ্রহণ করে। জুলুছে কালেমা খচিত ব্যানার, ফেস্টুন সহকারে হাজার হাজার নবী প্রেমিক অংশগ্রহন করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
leave your comments