আকাশ দাশ সৈকত/বিশেষ প্রতিবেদক- চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মহানগর গ্রামে অবস্থিত মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলেওয়াত, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দেলোয়ার হোসেন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সন্মানিত দাতা সদস্য ডাঃ মানিক লাল দাশ গুপ্ত, অবিভাবক সদস্য জনাব সিরাজুল ইসলাম ভুইয়া, ডাঃ সরোয়ার সাহেব, সহকারী প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল হক পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন।
২৪টির অধিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। বিচারক এবং প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ।
leave your comments