আনোয়ারা প্রতিনিধি:চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন রোডের পাশে উপজেলার আওতাধীন বৈরাগ, আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া ও হাইলধর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনকল্পে এ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, প্রধান বক্তা সদস্য সচিব মোঃ জমির উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, যুগ্ম-আহবায়ক মো: মঈন উদ্দিন মনির, মোঃ মুরাদুল আলম, তৌহিদুল ইসলাম তৌহিদ,কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারুক সহ আরও অনেক।
প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার বলেন, সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ দেশ ও জাতি গঠনের ভূমিকা রাখতে হবে নতুন নেতৃত্বেকে। এছাড়া যারা দীর্ঘদিন সক্রিয়ভাবে রাজপথে ভূমিকা রেখেছে তাদেরকে কমটিতে অন্তর্ভুক্ত করা হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য মীর সরুয়ার, মোঃ আশরাফ, ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন, শহিদুল্লাহ ফরহাদ, সাবেক ত্রান ও পুনর্বাসন সম্পাদ মোঃ ইলিয়াস, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ নেজাম উদ্দীন,হেলাল উদ্দিন খান,ইমন শাহ,সদস্য মনির উদ্দীন চৌধুরী সেন্টু, জসিম উদ্দীন, মোঃ মুরাদ,মোহাম্মদ ইমরান, আজমল হোসেন রুবেল, রবিউল হোসেন রবি,,সালাউদ্দিন টুকু,মোঃ ফরহাদ,মোঃ এরফান,মোঃ রানা,আবদুল মালেক,মোঃ নেজাম উদ্দীন,মোঃ হেলাল,মোঃ মামুন, গিয়াস উদ্দিন, মোঃ জাহেদুল ইসলাম, মোঃ ইমরান, শহিদুল ইসলাম সুমন, মোঃ সোহেল, মোঃ শাহজাহান, ইঞ্জিনিয়ার সোহেল, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ সাদ্দাম, মোঃ জাহাঙ্গীর ও রাশেদুল হাসান সহ আরও অনেক।
leave your comments