আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারার সিইউএফ স্কুল এন্ড কলেজের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারি) সকালে সিইউএফএল মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃআকতার হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউএফএল ব্যবস্থাপনা পরিচালক মোঃমিজানুর রহমান,বিশেষ অতিথি ছিলেন সিইউএফএল মহিলা ক্লাব সভানেত্রী শাহনাজ পারভীন, সিইউএফএল মহাব্যবস্থাপক(প্রশাসন)মোহাম্মদ মঈনুল হক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লে,সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধান অতিথি ও কলেজের শিক্ষকসহ আমন্ত্রিত অভিভাবক এবং দর্শকরা।এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘যেমন খুশি তেমন সাজো এবং নারীদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি । এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।শিক্ষার্থীরা বলেন, অনান্য বছরের মতো এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে।সিইউএফ স্কুল এন্ড কলেজের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান। সিইউএফএল বিশাল মাঠে সাজানো হয়েছিল সুন্দরভাবে। বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে।
leave your comments