আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালী, কোরানখানী, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার সকালে উপজেলা উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা করেন নেতৃবৃন্দরা।
এরপর বিকালে চাতরী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্য্যলয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল’র সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিম, সহ সভাপতি মোস্তাক আহম্মদ টিপু, মুহাম্মদ আনোয়ার, আবুল মনছুর চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম, নুরুদ্দীন জাবেদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম চৌধুরী, উপ প্রচার সম্পাদক আরিফ উদ্দীন, কৃষি বিষয়ক সম্পাদক আবু তাহের, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস কলি, সভায় অন্যান্যদের মধ্যে নবী হোসেন, মুহাম্মদ রফিক, রবিউল হোসেন, আবু বক্কর, আজিজ খাঁন, মোহাম্মদ সাহেদ, মুহাম্মদ শওকত, সৈয়দুল হক টিপু, মুসলিম উদ্দীন, নাজিম উদ্দীন, গিয়াস উদ্দিন, চাতরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁর কন্যা বিশ্বে বাংলাদেশকে মডেল হিসেবে রুপান্তর করেছেন। কিন্ত রাজাকারের দোসররা এখনো পাকিস্তানের স্বপ্ন দেখে। রাজাকারের মৃত্যু হলে বঙ্গবন্ধুর খুনিদের মায়া কান্না হয়। সভায় বঙ্গবন্ধুর খুনি ফাঁসির দন্ডপ্রাপ্তদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবী জানান।
leave your comments