আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:অতি বৃষ্টির কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলাসহ বহু এলাকা প্লাবিত হয়ে আছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক জায়গায় পানিবাহিত রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই বিপদসংকুল যে, চোখে না দেখলে মানুষের দুর্বিষহ অবস্থা বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে বন্যার্ত ১শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রজায়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী।
তিনি বলেন,এবার স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে পরৈকোড়া ইউনিয়নবাসী। তাদের এই দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সবারই বন্যার্তদের পাশে থাকা উচিত।রজায়ী ফাউন্ডেশন যেকোনো দুর্যোগ, মহামারি বা চ্যালেঞ্জিং সময়ে আনোয়ারায় পরৈকোড়া ইউনিয়নে সাধারণ মানুষকে সহায়তার জন্য অতীতে সবসময় এগিয়ে এসেছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি।
এসময় পীরজাদা মাওলানা মোহাম্মদ নাঈম উদ্দীন রজায়ী, শাহজাদা মিরু,শাহজাদা খাইরুল বশর ছিদ্দীকি (ফয়ছাল),জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
leave your comments