আনোয়ারা প্রতিনিধি:আনোয়ারায় ভিংরোল হোছাইন ভান্ডার দরবার শরীফের হযরত শাহ্ হোছাইন আলী মধুপুরী (রহঃ)৩৭তম বার্ষিক ওরছ মোবারক আগামী ৪ আগষ্ট শুক্রবার শাহজাদা শাহ সূফি হযরত জামাল ফকির মধুপুরী সভাপতিত্বে দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ওরছ উপলক্ষে দরবারের কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিকির আজকার, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।উক্ত ওরছ মোবারকে দরবারের সকল আশেক ভক্তবৃন্দদের প্রতি মোহাম্মদ হুমায়ূন আমন্ত্রণ জানিয়েছেন।
leave your comments