আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি:ছিদ্দীকে আকবর (রাঃ) বংশধর আল্লামা হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রাঃ)পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মরহুম আলহাজ্ব মোহাম্মদ আব্দুল গণি এর পরিবারবর্গের উদ্যোগে খতমে গাউছিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত২৮জুলাই বুধবার বাঁশখালী ধলতলী বেলগাঁও চা বাগান এলাকাবাসীর সহযোগিতায় ধলতলী হযরত শাহ্ আলী রজা (রহঃ)শাহী জামে মসজিদ ময়দানে ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মৌলানা রবিউল হোসাইন রজায়ী সভাপতিত্বে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী ছদারতে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা খাইরুল বশর ছিদ্দিকী (ফয়ছাল),শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী ও শাহজাদা আলী হোসাইন। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন শাহজাদা মিরু ও জানে আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো.নাছির,মো.হাশেম,মো.ফরিদ,ডক্টর মোহাম্মদ আলী,আবুল বশর,মো.কাওছার মোম্বার,মো.আলমগীর,মো.নাছির,মো.কামাল,মাওলানা নেজাম উদ্দীন সুলতানপুরী,মো.আবিদ,মো.ওয়াহিদ,আলহাজ্ব আবুল হোসেন,মো.ইদ্রিস,মো.মুন্সি,মাওলানা মো.আবদুল্লাহ, মো.আলী আকবর,মো.মিন্টু,মো.খোরশেদ, মো.জসিম প্রমুখ।ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রবাসী আলহাজ্ব মো. ইউছুপ বলেন আলহামদুলিল্লাহ আওলাদে আলী রজার আগমনে ধলতলী এলাকাসী ধন্য।যারা দূর দূরান্ত থেকে এসে মাহফিলকে সাফল্য মন্ডিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা।
leave your comments