আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:আনোয়ারায় ওষখাইন রজায়ী দরবার শরীফে আহলে বায়েতে রসূলে (সা.) এর স্মরণে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ ব্যবস্থাপনায় আজিমুশসান শোহাদায়ে কারাবালা মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল ২আগষ্ট (বুধবার)ছৈয়্যদিনা আবু বকর ছিদ্দীক (রঃ)জামে মসজিদ ময়দানে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ চেয়ারম্যান পীরে ত্বরিকত আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ) সভাপতিত্বে প্রধান ওয়াজিন হিসেবে তকরির করবেন,আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশ চেয়ারম্যান যৌতুক বিরোধী আন্দোলনের রুপকার, বিশিষ্ট ইসলামী স্কলার আল্লামা আবুল কাশেম নূরী (মাঃজিঃআ)বিশেষ ওয়াজিন হিসেবে তকরির করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কামরুদ্দিন নূরী,সঞ্চলনা করবেন মাহফিল পরিচালনা কমিটির চেয়ারম্যান পীরজাদা মাওলানা নাঈম উদ্দীন রজায়ী।উক্ত নুরানী, বরকতময়, শোহাদায়ে কারবালা মাহফিলে শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী দরবারের আশেক ভক্ত মুরিদানবৃন্ধদের প্রতি উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
leave your comments