আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারায় অলিকুলের শিরোমনি বেলায়তের সম্রাট, ৩৬ বছর বনবাসী সাধক মহাকবি ও ইসলামি দার্শনিক আল্লামা হযরত শাহ সুফী আলী রজা কানু শাহ্ (রহঃ) এর জাহেরি নির্দেশিত আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ মোবারক আজ ১৭জুলাই রোজ সোমবার ওষখাইন আলী নগর দরবার শরীফে মালেক মঞ্জিলের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
উক্ত ওরশ মোবারকে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন শাহ্ (মাঃজিঃআঃ)।এই বরকত মন্ডিত পবিত্র আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ মোবারকে দরবারের সকল ভক্ত মুরিদান বৃন্দ কে শাহজাদা শাহরিয়ার কামাল সাদিব রজা আমন্ত্রণ জানিয়েছেন।
leave your comments