আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওলাদে রসূল (সা.)আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) ওফাত দিবস উপলক্ষে আয়োজিত ৩১তম সালানা ওরস গতকাল শুক্রবার পরৈকোড়া ইউনিয়নে গাউছিয়া কমিটি বাংলাদেশ ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে ওষখাইন অলি হামজা জামে মসজিদ ময়দানে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ওরসের কর্মসূচি পালিত হয়।
ওরস উপলক্ষে বিকেল ৩টা হতে খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, বাদ মাগরিব হুজুর কেবলার জীবনী আলোচনা, বাদে এশা সালাত-সালাম ও আখেরী মুনাজাত এবং তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় মোহাম্মদ ইয়াকুব আলীর সঞ্চলনায় মো.নুরুল আজিমের সভাপতিত্বে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ্ মাস্টার,গাউছিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কবির,সিনিয়র সদস্য মোহাম্মদ ফিরোজ,গাউছিয়া কমিটি পরৈকোড়া ইউনিয়নের সভাপতি নাছির মাষ্টার, সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।
কুরআন সুন্নাহ আলোকে তকরির করেন রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী,আনোয়ারা তৈয়্যবিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচালক মুফতি কাজী শাকের আহমেদ চৌধুরী,মাওলানা মোক্তার আহম্মদ কাদেরী,মাওলানা ইরফানুল ইসলাম আল কাদেরী,মাওলানা ইয়াছিন আরাফাত আজিজী,মাওলানা আব্দুল আলিম আল কাদেরীসহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। সার্বিক সহযোগিতায় ছিলেন রেজাউল করিম,সজিব মুন্না।পরিশেষে সকল মুসলিম উম্মাদের শান্তি কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করা হয়।
leave your comments