আজ ০৫ জুলাই, ২০২৩ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রঘোষিত দেশজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কয়েকশো চারাগাছ রোপণ করা হয়।
সংস্থার যুগ্ম সম্পাদক জাহেদুল করিম বাপ্পির সৌজন্যে ও সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইনের তত্ত্বাবধানে উক্ত কর্মসূচি উদ্বোধন করেন সংস্থার সভাপতি ডা. শেখ শফিউল আজম। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ড. অং সুই প্রু মারমা (পিএইচডি), সহকারী পরিচালক ডা. রাজিব পালিত, সংস্থার সহ সভাপতি ডা. মাহবুবুল আলম, কোতোয়ালি থানা আহবায়ক ও নগরের নির্বাহী কমিটির সদস্য জাকি হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপপ্রচার সম্পাদক জিয়াউল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মানিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় ভূমন্ডলীয় উষ্ণতা বৃদ্ধি তথা বৈশ্বিক উষ্ণায়ন ও দুর্যোগ প্রতিরোধে আবালবৃদ্ধবনিতাসহ সকলকে অন্তত একটি গাছ লাগিয়ে সবুজ বিপ্লবের তাগিদ দেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শেখ শফিউল আজম।
leave your comments