আনোয়ারা প্রতিনিধি:ঐতিয্যবাহি চট্টগ্রাম আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফের শাহীন শাহে বেলায়ত হযরত শাহ্ সুফি আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ) মাজার জিয়ারত করে আজ ৩০জুন রোজঃজুমাবার এশারের নামাজের পর ইন্ডিয়া খাজা মঈন উদ্দীন চিশতি আজমেরী সানজেরী (রহঃ)মাজার শরীফ জিয়ারতের উদ্যশ্যে রওয়ানা হবেন শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া ও পরিচালনা কমিটির মহাসচিব হাসান জিয়াউল ইসলাম চৌধুরী।
৩০শে জুন (শুক্রবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটির মহাসচিব হাসান জিয়াউল ইসলাম চৌধুরী।
তিনি বলেন,আমাদের যাত্রা সফল ভাবে শেষ করে নিজ দেশে যেন ফিরে সুন্নিয়তের খেদমত করার তৌওফিক দানে মহান রব্বুল আ’লা মিনের দরবারে ও প্রিয় হাবিবের পাক (দঃ)’র কদমে ও সর্ব শেষে সকল মুসলিম উম্মাহর কাছে দোয়া কামনা করছেন।যেনো সহিসালামে পৌঁছাতে পারি
leave your comments